Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের উপকূলে মনোরম প্রাকৃতিক আবহে ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের অবস্থান। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এ অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সে ধারা এখনো অভ্যাহত রয়েছে। অসংখ্য জ্ঞানী-গুনি ও সাধকের জন্ম এখানেই। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের শতশত তরুণ, যুবক সর্বস্ব বিলিয়ে লাল সবুজের পতাকা অর্জনে জাপিয়ে পড়ে। কালপরিক্রমায় ইছাখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখে চলেছে। এই ইউনিয়নের উত্তরে ৫নং ওসমানপুর ইউনিয়ন, পশ্চিমে বঙ্গোপসাগরের চরে জেগে ওঠা সু বিশাল চর,মৎস্য ঘের, দক্ষিনে উপমহাদেশের সর্ব বৃহৎ শিল্পজোন "মীরসরাই শিল্প জোন" এবং পূর্বে ৭নং কাটাছড়া ও ১০ নং মিঠানালা ইউনিয়নের একাংশ অবস্থিত। 

জেলা সদর থেকে এই ইউনিয়ন পরিষদের দুরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এবং উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার। 

রাজধানী ঢাকা সহ দেশের যে কোন   স্থান থেকে  বাসযোগে  বারৈয়ারহাট অথবা ঠাকুর দিঘী বাজারে নেমে  সিএনজি যোগে মাদবার হাট বাজারে আসলে যে কেউ ইউনিয়ন পরিষদ দেখিয়ে দিবে।