মাসিক সভার কার্যবিবরনী
মাসের নামঃ ফেব্রুয়ারি/২০২৩ ইং
সভার তারিখঃ ২৫ / ০২ / ২০২৩ ইং
সভার স্থানঃ ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তন
অদ্যকার মাসিক সভা অত্র ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান তথা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ নুরুল মোস্তফা সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় সভার প্রারম্বে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায়ে সভার কাজ আরম্ভ করেন।
১) গত সভার কার্যবিবরনী পাঠ ও দৃঢীকরণ
অদ্যকার সভার ১ম আলোচ্য সূচী মতে গত সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হয়। গত সভার কার্যবিবরনীর উপর দীর্ঘ আলোচনান্তে কোন রকম সংজোযন বিয়োজন বা পরিবর্তন ছাড়া গত সভার কার্যবিবরনী দৃঢ়ীকরন করা হয়।
২) আইন শৃঙ্খলা পরিস্থিতি
অদ্যকার সভার ২য় আলোচ্যসূচী অনুসারে অত্র ইউনিয়নের সামগ্রীক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। স্ব-স্ব ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধিগন নিজ নিজ ওয়ার্ডের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করত বর্তমান আইন শৃঙ্গখলা পরিস্থিতি সন্তোষজনক মর্মে অভিমত পোষন করেন। সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোন অবস্থায় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য পরামর্শ দেন ।
৩) মাসিক আয় ব্যয় হিসাব উপস্থাপন ও অনুমোদন সংক্রান্ত
অদ্যকার সভার ৩য় আলোচ্যসূচী মতে অত্র ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের গত মাসের ইউপি নিজস্ব তহবিল, উন্নয়ন সহায়তা তহবিল। ১% ভূমি হস্তান্তর কর তহবিল সহ সকল ক্যাশ বহি উপস্থাপন করত মাসিক আয় ব্যয় অনুমোদনের জন্য পেশ করেন। দীর্ঘ আলোচনান্তে ক্যাশ বহি অনুসারে বিগত মাসের আয় ব্যয় হিসাব সর্বসম্মতভাবে অনুমোদিত ও মাননীয় চেয়ারম্যান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত হয়।
৪) উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় প্রকল্প গ্রহন সংক্রান্ত
অদ্যকার সভার ....... আলোচ্য সূচী অনুসারে সভাপতি মহোদয় উপস্থিত সকলের অবগতির জন্য জানান যে, ২০২২-২০২৩ অর্থ বছরে অত্র ইছাখালী ইউনিয়ন পরিষদ উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল বাবদ মং-৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) বরাদ্ধ পেয়েছে। তিনি অত্র অর্থের অনূকূলে ইতিপূর্বে ওয়ার্ড সভা সমূহ থেকে প্রাপ্ত প্রকল্প সমূহ হইতে অগ্রাধিকারক্রমে চুডান্ত প্রকল্প বাছাই করার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন। ইউপি সচিবের আহবানে সাডা দিয়ে দীর্ঘ আলোচনান্তে নিম্ন লিখিত প্রকল্প তালিকা বিজিসিসি সভায় সদয় অনুমোদনার্থে মাননীয় উপজেলা নির্বাহী,মীরসরাই,চট্টগ্রাম বরাবর প্রেরনের সিদ্ধান্ত গৃহীত হয়।
২০২২-২০২৩ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প তালিকাঃ
ক্রমিক |
প্রকল্পের নাম |
বরাদ্দ |
০১ |
চরশরত গৌর নিতাই সড়কের বাকি অংশে ইট বিছানো |
২,০০,০০০/- |
০২ |
হাজি আজিজ উল্যাহ সড়কে ইত বিছানো (ভূইয়া রোড হইতে আরম্ভ) |
২,০০,০০০/- |
|
মোট |
৪,০০,০০০/- |
২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল বাবদ বরাদ্দের প্রকল্প গ্রহন
অদ্যকার সভার .... আলোচ্য সূচী অনুসারে ইউপি সচিব জনাব মোঃ আবদুল কাদের উপস্থিত সকলের অবগতির জন্য জানান যে, ২০২২-২০২৩ অর্থ বছরে অত্র ইছাখালী ইউনিয়ন পরিষদ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ম, কিস্তি ৬,১৬,৩০০/- (ছয় লক্ষ ষোল হাজার তিনশত ) টাকা বরাদ্ধ পেয়েছে। তিনি অত্র অর্থের অনূকূলে ইতিপূর্বে ওয়ার্ড সভা সমূহ থেকে প্রাপ্ত প্রকল্প সমূহ হইতে অগ্রাধিকারক্রমে চুডান্ত প্রকল্প বাছাই করার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন। ইউপি সচিবের আহবানে সাডা দিয়ে দীর্ঘ আলোচনান্তে নিম্ন লিখিত প্রকল্প তালিকা বিজিসিসি সভায় সদয় অনুমোদনার্থে মাননীয় উপজেলা নির্বাহী,মীরসরাই,চট্টগ্রাম বরাবর প্রেরনের সিদ্ধান্ত গৃহীত হয়।
২০২২-২০২৩ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প তালিকাঃ
কঃ নঃ |
প্রকল্পের নাম |
বরাদ্ধকৃত অর্থ |
মন্তব্য |
১ |
নূর মিয়া সড়কে ব্রিক সলিং |
৩৪০,০০০ |
বিবিজি ১ম কিস্তি (মহিলা সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে) |
২ |
শাহ আলম মেম্বার সড়কে ব্রিক সলিং |
২৭৬,৩০০ |
বিবিজি ১ম কিস্তি |
সর্বমোট |
৬,১৬,৩০০/- |
|
১% রাজস্ব খাতের প্রকল্প গ্রহন সংক্রান্ত
অদ্যকার সভার .... অলোচ্য সূচী অনুসারে সভাপতি মহোদয় উপস্থিত সদস্যা/সদস্য বৃন্ধের দৃষ্টি আকর্ষন পূর্বক জানান যে, অত্র ইউনিয়ন চলতি অর্থ বছরে ১% ভূমি হস্তান্তর কর বাবদ মং-৬,৪৮,৭০০/- (ছয় লক্ষ আটচল্লিশ হাজার সাতশত) টাকা বরাদ্ধ পাওয়া গিয়াছে। উক্ত অর্থের বিপরীতে প্রকল্প গ্রহনের জন্য তিনি উপস্থিত সকলকে আহবান জানালে সর্ব সম্মতিক্রমে নিম্ন লিখিত প্রকল্প সমূহ গৃহিত হয়।
১% রাজস্ব বাবদ অনুমোদিত প্রকল্প তালিকা
কঃ নঃ |
প্রকল্পের নাম |
বরাদ্ধকৃত অর্থ |
১ |
গ্রাম পুলিশের বেতন (সেপ্টেম্বর/২০২২ থেকে ডিসেম্বর/২০২২ |
৮৮,৫০০/- |
২ |
নন্দীগ্রাম – লুদ্দাখালী সংযোগ সড়কে ইট বিছানো |
২,০০,০০০/- |
৩ |
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও মাদবারহাট বাজারে (একাংশ) সিসি ক্যামেরা স্থাপন |
১,৮০,০০০/- |
৪ |
জমাদারগ্রাম-হাফিজগ্রাম-লুদ্দাখালী সংযোগ খাল সংস্কার |
১,৮০,২০০/- |
|
মোট |
৬,৪৮,৭০০/- |
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন সংক্রান্ত
অদ্যকার সভার .... আলোচ্য সূচী অনুসারে সভাপতি মহোদয় জানান যে, আগামী ২১শে ফেব্রুয়ারি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হবে। সরকারি নির্দেশনা মতে সকল সরকারী, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় উক্ত দিবস পালনের বাধ্যবাধকতা রয়েছে। তৎ আলোকে ১৯৫২ সালের মহান ভাষা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস যথাযোগ্য মররাদায় পালনের জন্য সকলে একমত পোষন করেন। ঐ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, মিনারে পুষ্পস্তবক অর্পন, পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের এবং ১৯৫২ সালের মহান ভাষা যুদ্ধে শহীদ ও ১৯৭১ সালের মহান স্বাধীনত যুদ্ধে শাহাদত বরনকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম সংক্রান্ত
অদ্যকার সভার .... আলোচ্যসূচী অনুসারে ইউনিয়ন পরিষদের জনহিতকর কার্যক্রমের আওতায় স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। সভাপতি মহোদয় বলেন যে, ঋতু পরিবর্তনের ফলে দেশে বর্তমানে বিভিন্ন প্রকার রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। ইউনিয়নবাসীকে রোগ-ব্যাধি থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে এবং যে কোন রোগ দেখা দেওয়ার সাথে সাথে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র/ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র/অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে এবং ইউনিয়ন পরিষদকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ প্রসঙ্গে তিনি অত্র ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ সকল স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা/কর্মাচারীদের নাম ও মোবাইল নাম্বার জঙ্গনের দৌরগোডায় পৌছে দিতে সকল ইউপি সদস্য/সদস্যাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS